সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর ক্ষেত্রে ভালো হোস্টিং বাছাই করা খুবই জরুরী। ওয়েবসাইট দীর্ঘদিন সুন্দরভাবে চালাতে এবং সার্চ ইঞ্জিনে একটা ভালো অবস্হানে ওয়েবসাইট টিকে টিকিয়ে রাখার জন্য এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।
এক্সেলনোডে ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করার জন্য অনেক অপশন রয়েছে। আপনি বাজেট ফ্রেন্ডলি শেয়ারড হোস্টিং প্ল্যান গ্রহণ করতে পারেন, আমাদের হাই পারফর্মেন্স ভার্চুয়াল প্রাইভেট সার্ভার রয়েছে, আপনার হাই ট্র্যাফিক সাইটের জন্য ডেডিকেটেড হোস্টিং প্ল্যান রয়েছে, আর ওয়ার্ডপ্রেসের কথা মাথায় রেখে বিশেষভাবে অপ্টিমাইজ করা ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং তো রয়েছেই!
আপনার ওয়েবসাইট এর ধরন এবং ট্রাফিক এর উপরে বিবেচনা করে এবং বাজেটের কথা মাথায় রেখে আপনি যেকোনো একটি প্ল্যান গ্রহণ করতে পারেন! কিন্তু আপনি যদি না জানেন ঠিক কোন হোস্টিং প্ল্যানটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য বেস্ট হবে, তাহলে পড়তে থাকুন, কেনোনা এই আর্টিকেলে এই নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে!
ওয়ার্ডপ্রেস ব্যান্ডউইথ
আসলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাসে কি পরিমান ব্যান্ডউইথ ব্যবহার করে, তার ওপর অনেকটা নির্ভর করে আপনি কি ওয়ার্ডপ্রেস হোস্টিং বাছাই করবেন। এখানে সহজ ভাষায় ওয়ার্ডপ্রেস ব্যান্ডউইথ বলতে বুঝায়, ঠিক যে পরিমান দর্শক আপনার ওয়েবসাইট ভিজিট করছে এবং এতে করে যে পরিমান ডাটা ভিজিটর এবং ওয়েবসাইট এর মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে।
আপনি এই ব্লগে একটি আর্টিকেল পেজ ভিজিট করলেন, ধরলাম সেই পেজে কনটেন্ট সহ টোটাল পেজের সাইজ ৮০০ কেবি। সেক্ষেত্রে আপনি একবার সেই পেজ ভিজিট করার ক্ষেত্রে এক্সেলনোড ব্লগ সার্ভার ব্যান্ডউইথ লিমিট থেকে ৮০০ কেবি খরচ হয়ে গেল। সুতরাং সাইটের ভিজিটর তথা দর্শক যত বেশি হয় তত বেশি ডাটা ফ্লো হয়। আর যত বেশি ডাটা ফ্লো তত বেশি ব্যান্ডউইথ চাহিদা।
আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আপনি বেশি সাইজের ছবি বা ভিডিও ফাইল যদি আপলোড করেছেন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে প্রতি ভিজিটে বেশি ডাটা ফ্লো হবে , যার ফলে আপনার ব্যান্ডউইথ চাহিদা বেড়ে যাবে। সুতরাং আপনার কি পরিমান ব্যান্ডউইথ খরচ হবে তার ওপর ভিত্তি করে আপনাকে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর ক্ষেত্রে কোনটা ভালো বাছাই করতে হবে। তুলনামূলক বেশি ওয়ার্ডপ্রেস ব্যান্ডউইথ চাহিদার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের ম্যানেজড হোস্টিং অথবা VPS এমনকি ডেডিকেটেড সার্ভার ব্যবহার করা লাগতে পারে।
তবে ব্যান্ডউইথ সেভ ও ওয়েব হোস্টিং এর ডিস্ক স্পেস সেভ করা নিয়ে আমাদের এই অসাধারণ আর্টিকেলটি অনুসরণ করতে পারেন!
ওয়ার্ডপ্রেসের জন্য স্ট্যান্ডার্ড রিকুয়ারমেন্ট
ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে ওয়েব হোস্টিং এর জন্য কিছু সিস্টেম রিকুয়ারমেন্ট প্রয়োজন। আর এক্ষেত্রে হোস্টিং সার্ভার বা হোস্টিং প্রোভাইডারের PHP 7 ভার্সন অবশ্যই তার ওপরে হতে হবে। আর MySQL ভার্সন 5.6 বা তার ওপরে ওপরে হতে হবে।
ওয়ার্সপ্রেস খুবই লাইট-ওয়েট স্ক্রিপ্ট হওয়ার কারনে পৃথিবীর অলমোস্ট সব হোস্টিং প্রোভাইডার এটি সাপোর্ট করে। অনেকসময় PHP 5.6 ভার্সনের সার্ভারেও ওয়ার্ডপ্রেস চলে, তবে অবশ্যই উচিত PHP ভার্সন অন্তত 7 হওয়া।
পৃথিবীর বড় বড় সব হোস্টিং প্রোভাইডারেরা ওয়ার্ডপ্রেসের প্রতি বিশেষ নজর রাখে এবং আধুনিক প্রায় সবগুলোতেই এক চাপে ওয়ার্ডপ্রেস ইনস্টল এর সুবিধা পাওয়া যায়। cPanel ওয়েব হোস্টিং প্যানেলে সফট্যাকুলাস অ্যাপ ইনস্টলার এর ব্যবহারে একচাপে সেকেন্ডেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আমাদের ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্ল্যানে স্বয়ংক্রিয় ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে যায়, আপনার এক ফোটাও ঘাম ঝরানোর প্রয়োজন পরবে না!
এবার হোস্টিং বাছাই নিয়ে কথা বলি…
আপনার যা চাহিদা অর্থাত ব্যান্ডউইথ চাহিদার ওপর কি হোস্টিং দরকার তা নির্ভর করে। আপনি কত মিডিয়া ফাইল আপলোড করবেন, তার ওপর নির্ভর করবে কত স্টোরেজ বাছাই করবেন। তাছাড়াও আরো যে বিষয় নজর দেওয়া দরকার তা হল, সার্ভার রেসপন্স স্পীড, সিকিউরিটি এবং হোস্টিং কোম্পানির প্রতি নির্ভরযোগ্যতা ; হোস্টিং কোম্পানিটি আপনার প্রিয় ওয়েবসাইটের জন্য কতটা বিশ্বাসযোগ্য। এখন আমি বিভিন্ন রকম ওয়ার্ডপ্রেস হোস্টিং সম্পর্কে জানাবো।
শেয়ার্ড হোস্টিং
শেয়ার্ড ওয়ার্ডপ্রেস হোস্টিং শুরুর জন্য বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় অপশন। ৯০% যারা ওয়ার্ডপ্রেসে প্রোজেক্ট শুরু করে তারা শেয়ার্ড হোস্টিং দিয়ে শুরু করে। এখানে মূলত হোস্টিং প্রোভাইডার একটি বড় সার্ভারের জায়গাকে ভাগ ভাগ করে তা গ্রাহকদের মাঝে শেয়ার করে থাকে। শেয়ার্ড হোস্টিং এ ব্যবহারকারী যা যা সুবিধা পায় তা হল,
- এখানে সচরাচর cPanel এর মত হোস্টিং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়, যা ব্যবহার করা খুবই সহজ। এখানে ব্যবহারকারীকে বেশি টেকনিক্যাল বিষয় জানার প্রয়োজন পড়ে না, খুবই সহজ।
- একটি সার্ভারে অনেকগুলো সাইট ব্যবহৃত হচ্ছে ফলে, হোস্টিং প্রোভাইডার এগুলোকে অ্যাফোর্ডেবল দামে গ্রাহককে হোস্টিং ব্যবহারের সুযোগ করে দেয়। তাই গ্রাহক কমদামে শেয়ার্ড হোস্টিং কিনতে পারে।
তো ছোট ব্লগার এবং ছোট ব্যবসায়ীদের জন্য শেয়ার্ড হোস্টিং হতে পারে সেরা পছন্দ। এক্সেলনোড থেকে বছরে মাত্র ১ হাজার টাকার মতো খরচ করে শেয়ার্ড হোস্টিং প্ল্যান গ্রহণ করতে পারবেন। এখানে চেক করুন…
ম্যানেজড হোস্টিং
ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং ওয়ার্সপ্রেস এর জন্য আরেকটি জনপ্রিয় হোস্টিং সেবা। আর এক্ষেত্রে হোস্টিং প্রোভাইডার মূলত ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা এবং এর বিশাল ব্যবহারকারীর কথা মাথায় রেখে ; প্যাকেজটি বিশেষভাবে ডিজাইন করে থাকে। একটি ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্যাকেজকে কেবল ওয়ার্ডপ্রেস নির্ভর যেকোনো ওয়েবসাইটই তৈরি করা যায় ।
এখানে ওয়েবসাইট এর জন্য কোন চিন্তা করতে হয় না। সার্ভার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল হয়ে থাকা প্লাগিনস, থীমস এগুলোর সিস্টেম রিকুয়ারমেন্ট বুঝে নিজেকে আপগ্রেড করতে পারে। এই হোস্টিং সেবায় সার্ভার প্রতিনিয়ত সাইটের ওপর ভিত্তি করে নিজেকে অপটিমাইজ করে থাকে। তাছাড়াও ওয়ার্ডপ্রেসের সর্বশেষ আপডেটের সাথে মিল রেখে প্রোভাইডারেরা এখানে সার্ভার সাইডে সিকিউরিটি বাবস্থা হালনাগাদ করে থাকে, তাই নিরাপত্তা বিষয়েও নিশ্চিন্ত থাকা যায়। গ্রাহকের চাহিদা অনুযায়ী রিসোর্স এর ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং পাওয়া যায়।
ম্যানেজড হোস্টিং এ সর্বদা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নেয়া হয়। অনেক সময় সাপোর্ট স্টাফ পাওয়া যায় হোস্টিং প্রোভাইডার থেকে। অনেকসময় কোন প্লাগিন যদি সার্ভারে খারাপ প্রভাব ফেলে, তবে তারা আপনাকে সেটি সরিয়ে ফেলার বা ফিক্স করার পরামর্শ দিবে। যেসব ওয়েবসাইট এর মালিকের ভালো ভিজিটর এবং সাইট সর্বদা একটিভ ; তবে তিনি ওয়েবসাইট এর টেকনিকাল ব্যাপার স্যাপার বোঝেন না; অথবা কোন সমস্যা এলে তা সমাধান করার ঝামেলা নিতে চাননা তাদের জন্য ম্যানেজড হোস্টিং সেবা বেস্ট। ম্যানেজড হোস্টিং সেবা নিতে আপনাকে একটু বেশি টাকা গুনতে হতে পারে!
তবে এক্সেলনোডে মাসিক $৫ এর মতো খরচ করে ম্যানেজড ওয়ার্ডপ্রেস সুবিধা গ্রহণ করতে পারবেন। আরো প্ল্যান এখানে চেক করুন!
ডেডিকেটেড সার্ভার হোস্টিং
এখানে আপনি হোস্টিং প্রোভাইডার বা কোম্পানি থেকে টাকার বিমিময়ে একটি ফিজিক্যাল বা বাস্তব সার্ভার ভাড়া নিচ্ছেন। এখানে সার্ভারের হার্ডওয়্যার কি হবে, অপারেটিং সিস্টেম কি হবে ; তার ওপর পুরোপুরিভাবে আপনার নিয়ন্ত্রন থাকবে। এখানে ওয়ার্ডপ্রেস সাইটের ওপর ভিত্তি করে সার্ভার স্কেলিং, সার্ভারে বিভিন্ন এক্সটেনশন যুক্ত করন ইত্যাদি বিষয় তথা গ্রাহককে হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে। সুতরাং এখানে টেকনিক্যাল দিক থেকে খুবই স্কিলড হইতে হবে।
আমার মতে যেসব সাইটের ভিজিটর অনেক বেশি তাদের ডেডিকেটেড সার্ভার হোস্টিং ব্যবহার করা উচিত। বড় বড় অনলাইন নিউজপেপার সাধারনত ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার ব্যবহার করে থাকে। এসব ডেডিকেটেড সার্ভার হোস্টিং এর ক্ষেত্রে সমস্যাগুলো হল, টেকনিক্যাল দিক দিয়ে স্কিলড হতে হয় এবং এগুলোর মাসিক চার্জ তুলনামূলক ভাবে অনেক বেশি।
এক্সেলনোড ডেডিকেটেড সার্ভার প্ল্যান চেক করুন, এখানে…
ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (VPS)
এখানে ফিজিক্যাল সার্ভারের বদলে এটি হল আপনার জন্য একটি ভার্চুয়াল মেশিন। অনেকগুলো ফিজিক্যাল সার্ভার এক করে, তা ভাগ ভাগ করে একেক ক্ষমতার ভার্চুয়াল সার্ভার তৈরি করা হয়। আর এখানে আপনি ডেডিকেটেড সার্ভারের মত অনেকটা কন্ট্রোল পান।
আমরা জানি ভিপিএস হল এক বা একাধিক ফিজিক্যাল সার্ভারের স্বতন্ত্র পার্টিশন। আর এই পার্টিশন গুলো পুরোপুরি ডেডিকেটেড সার্ভারের মত কনট্রোল করা যায় না। তবে কম দামে এটি ডেডিকেটেড সার্ভারের অনেকটা সুবিধা দেয়।
যখন শেয়ার্ড হোস্টিং দিয়েও ওয়েবসাইট কভার করা যাচ্ছে না ; তখন VPS এ আপগ্রেড করা যেতে পারে। অনেকে আছেন যাদের হয়ত ভিপিএস দরকার তবে টেকনিক্যাল বিষয় অত বোঝেন না বা হ্যান্ডেল করতে চান না। তাদের জন্য ম্যানেজড হোস্টিং এর মত ম্যানেজড ভিপিএস সার্ভিসও বিদ্যমান। ম্যানেজড ভিপিএস ব্যবহার করেও আপনি অনেকটা সময় টেনশন মুক্ত থাকতে পারেন!
এক্সেলনোডে আপনি ভিপিএস নিতে পারবেন, ইচ্ছা মতো কনফিগ করতে পারবেন, কিন্তু আমরা ম্যানেজড সেবা প্রদান করি না! তবে আপনার কোম্পানির জন্য যদি একান্তই ম্যানেজড ভিপিএস প্রয়োজনীয় হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন!
ভিপিএস ও ডেডিকেটেড এর সুবিধা-অসুবিধা
তুলনামূলক বেশি ভিজিটরের ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এগুলো খুবই ভালো পছন্দ। কেননা এখানে পুরোপুরিভাবে একটা ওয়েবসাইটে যা যা করা সম্ভব সকল কন্ট্রোল পাওয়া যায়। এখানে সার্ভার কনফিগারেশন সেটিংস পরিবর্তন থেকে শুরু করে, আপনার সাইটের জন্য কাস্টম কেন সফটওয়্যার ইনস্টল সব এখানে করতে পারবেন। আবার ইচ্ছামত একাধিক ওয়ার্ডপ্রেস ভিত্তিক বা অন্যান্য ওয়েবসাইট বা ওয়েবপেজ তৈরি করতে পারবেন, প্রয়োজন পড়লে।
অসুবিধা গুলো হল, এগুলোর দাম তুলনামূলক অনেক বেশি। যেখানে আপনি মাসে ১০০ টাকা থেকে শেয়ার্ড হোস্টিং পেতে পারেন; সেখানে এসব ভালো মানের সার্ভার প্লান শুরু হয় মাসে অন্তত ২০০০ টাকা থেকে। যাই হোক, এর পাশাপাশি আপনার থাকা প্রয়োজন যথেষ্ঠ টেকনিক্যাল স্কিল, যা এই পর্যন্ত অনেকবার বললাম।
সাইট ডাউন আর ওয়ার্ডপ্রেস সমস্যায় ভুগছেন? এক্সেলনোড ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং ট্রায় করে দেখুন!
আশা করি ওয়ার্ডপ্রেসের জন্য কোন ওয়েব হোস্টিং আপনার জন্য সেরা হতে পারে তা সম্পর্কে আইডিয়া পেয়েছেন। আপনি চাইলে যেকোনো ভালো ওয়েব হোস্টিং কোম্পানি থেকেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি হোস্ট করতে পারেন! আর এক্সেলনোডে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি হোস্ট করলে হোস্টিং নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হবে না, আপনি বিজনেসে মনোযোগী হোন, আমরা হোস্টিং ম্যানেজ করবো!
এই আর্টিকেলটি ভালো লেগেছে? তাহলে আমাদের এক্সেলনোড ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং প্যাকের ও আপনি প্রেমে পরতে বাধ্য! আমাদের ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং সাধারণ হোস্টিং থেকে ১০ গুন বেশি ফাস্ট! সাথে আমাদের ২৪/৭ সাপোর্ট তো থাকছেই! সেরা বাংলা ব্লগে প্রকাশিত আমাদের সম্পূর্ণ রিভিউটি এখানে পড়তে পারেন এবং এখান থেকে আমাদের হোস্টিং প্ল্যান চেক করতে পারেন!